পূর্বাভাস ছিল পূর্ব কলকাতার গা ঘেঁষে যাবে আমফান। ক্ষতিগ্রস্ত হবে কলকাতার পূর্বাঞ্চল। আশঙ্কা সত্যি করে কাঁকুড়গাছি, ফুলবাগান, বেলেঘাটা অঞ্চলে প্রবল ক্ষয়ক্ষতি করে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। আর তার প্রভাব পড়েছে উল্টোডাঙা চত্বরেও। নজরুল ইসলাম সরণি তথা ভিআইপি রোডের দুধারে উপড়ে পড়েছে গাছ। ভেঙে পড়েছে গাছের ডাল। আর তার সঙ্গেই জড়িয়ে ছিঁড়ে গিয়েছে বিদ্যুৎ-সহ অন্যান্য ওভার তার।

উল্টোডাঙার মোড়ের চিত্রটাও অকল্পনীয়। উল্টে গিয়েছে পুলিশ কিওস্ক। যে ফুট ব্রিজের মুখ ঢেকে ছিল বিজ্ঞাপনে, তার একটিও অবশিষ্ট নেই। শুধু দাঁড়িয়ে আছে লোহার ব্রিজ। আর ঝড়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উল্টোডাঙা মোড়ের ক্লক টাওয়ার।
অঞ্চলের বিভিন্ন আবাসনের ভিতর গাছ উপড়ে পড়েছে। উল্টোডাঙা মোড়ের কাছে এক আবাসনের পাশে গাছ ভেঙে বাউন্ডারি ওয়ালে পড়ে সেটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে।
ভেঙে গিয়েছে সরকারি দুধের ডিপো থেকে শুরু করে আরও অনেক ছোটখাটো দোকান। ভিআইপি রোডের এই ছবি স্মরণকালে কেউ দেখেছে বলে মনে করতে পারছেন না।
