হুইস্কি চা! চমকে যাবেন না। আর কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গের বাজারে পাবেন এই চা, যা পুরোপুরি অ্যালকোহলমুক্ত। কলকাতাতেও পাওয়া যাচ্ছে। রোজকার যে চান খান, তার চাইতে অন্যরকম এই হুইস্কি টি। চায়ে সুরার আমেজ। কলকাতায় যে সংস্থা এই চা এনেছে, তাদের দাবি, বিশেষ আমদানি করা চা, বার্লি, মল্ট ফ্লেভার দিয়ে তৈরি। সংস্থার দাবি, অনেকে এটা বিকল্প পাণীয় হিসাবে ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, এই চায়ে হার্ট ভাল থাকবে, কোলেস্টেরল ভাল রাখবে এবং মানসিক স্থিতি মজবুত রাখে। জাপানে তৈরি এই চায়ে এখন ভারতীয় ব্লেন্ড। টেস্ট করুন। আপাতত এখন একটু দাম বেশি। জনপ্রিয় হলে নিশ্চিত দাম কমবে।
