ওড়িশাতেও তাণ্ডব, প্রাণ গেল ২জনের

আমফানের হাত থেকে রক্ষা পেল না ওড়িশাও। ঝড়, বৃষ্টি, গাছ পড়ে, কাঁচা বাড়ি ভেঙে প্রচুর সম্পত্তি নষ্ট ও মৃত্যু। উপকূল থেকে প্রায় দেড় লক্ষ মানুষকে সরানো হয়েছিল। তবু কেন্দাপাড়া ও ভদ্রকে ২টি মৃত্যু এড়ানো যায়নি। ওড়িশার খুরদা, পুরী, জগৎসিংহপুর, কটক, কেন্দাপাড়া, জাজপুর, গঞ্জাম, ভদ্রক, বালেশ্বরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ২১৫ মিলিমিটার থেকে ৬০ মিলিমিটার অবধি। ত্রাণ ও উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। আগামী ৭২ ঘন্টায় আক্রান্ত এলাকা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Previous articleআমফানের শেষ মুহূর্তের আপডেট
Next articleহুইস্কি টি খাবেন নাকি!