Wednesday, November 12, 2025

কলকাতার রাজপথের হাল, এবিবিএসের সফর রিপোর্ট

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ।

আমফানের 48 ঘন্টা পরেও কলকাতা লন্ডভন্ড।

বাস্তবে কী অবস্থা, বিদ্যুৎ এবং জল কেন বহু জায়গায় বিপর্যস্ত; কেন কিছু অভিযোগ আসছে; সরেজমিনে খতিয়ে দেখতে রাজপথে টিম এখন বিশ্ব বাংলা।

শুক্রবার বিকেলের পর আমাদের পর্যবেক্ষণ:

1) পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে সাত থেকে দশ দিন।

2) বহু বিদ্যুতের খুঁটি বা সিগনাল পোস্ট কাজ শুরু করতে আরও দেরি।

3) বিপুল সংখ্যায় বড় বড় গাছ পড়ে। তার সঙ্গে জড়ানো বিদ্যুতের তার ও পরিকাঠামো। বিধান সরণী, বিবেকানন্দ রোড, বিটিরোড, এপিসি রোড, বালিগঞ্জ সার্কুলার রোড, পূর্ণদাস রোড, সাদার্ণ অ্যাভিনিউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সহ অসংখ্য জায়গায় গাছ পড়ে। এই সব কাজ রাতারাতি দুএকদিনের মধ্যে কেটে সরানোর পরিকাঠামো, ক্রেন ও লোকবল একসঙ্গে সর্বত্র কাজ করা অসম্ভব।

4) কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চালু হলেও কিছু জায়গায় বিদ্যুৎ চালু করা বিপজ্জনক। ট্রামলাইনের উপরের তারগুলি গাছে জড়িয়ে রাস্তায় পড়ে।

5) পুরসভা জল ও নিকাশী চালু রাখতে সবরকম চেষ্টা করছে। কিন্তু সব জায়গায় এটা করা বাস্তবিকই সম্ভব নয়। একটু সময় লাগবেই।

6) আমফানের তীব্রতা এতটাই বেশি ছিল, তছনছ হয়েছে গোটা শহর। এটা কারুর হাতে নয়। অতীতেও ঝড়বৃষ্টিতে শহরের ক্ষতি হয়েছে। কিন্তু এবার সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে ভয়াবহতা। ফলে গোটা শহর রাতারাতি ছন্দে ফিরবে, এটা ভাবা ঠিক হবে না। সংশ্লিষ্ট সব বিভাগের কর্মীরা এবং বহু এলাকার মানুষ রাস্তায় নেমে হাত মিলিয়ে চেষ্টা করছেন, এটাই আশার কথা।

আসলে গ্রাউন্ড রিয়েলিটি ঠিক কী, এক একটা বড় গাছ কতগুলো তার নিয়ে কীভাবে পড়ে রাস্তা আটকে আছে; এটা চোখে না দেখলে পরিস্থিতি বোঝা অসম্ভব।

 

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১২ নভেম্বর (বুধবার) ২০২৫ ১ গ্রাম        ১০ গ্রাম পাকা সোনার বাট  ১২৪২৫ ₹ ১২৪২৫০ ₹ খুচরো...

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...