টিটাগড়ে বিবেকনগরে ত্রাণ শিবিরে হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর টিটাগড় পুরসভার পুরপ্রধানের দিকে। উদ্যোক্তারা জানান, বেশ কিছুদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ শিবির চলছিল। তাঁদের দাবি প্রথমদিন থেকে উদ্যোক্তাদের বাড়িতে বাড়িতে হুমকি বেশ কয়েকজন দুষ্কৃতী।অভিযোগ রবিবার রাতে হামলা চালায় ওই দুষ্কৃতীরা। অভিযোগ, শূন্যে গুলি চালায় তারা। তবে টিটাগড় পুরসভার পুরপ্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্তে খড়দহ থানার পুলিশ।
