ফের সাবধানবাণী বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’র। পরিষ্কার ভাষায় তারা জানাল, এখনই যদি আমরা সতর্ক না হই তাহলে আগামী দিনে আরও খারাপ দিন ভারতের জন্য অপেক্ষা করছে। কেন এমন কথা বলল হু? তাদের কথায়, ভারতে করোনা সংক্রমণ একটু কমেছে এটা ঠিক। কিন্তু এখন ভারত প্রথম পর্যায়ের মধ্য পর্বে রয়েছে। সেই কারণে ভারতের আরও বেশি সতর্ক হওয়া উচিত। তার কারণ, দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা প্রবল। হুর পক্ষে মধ্য ও দক্ষিণ আমেরিকার উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে সেখানে প্রথম পর্যায়ে ব্যাপক সংক্রমণ না হলেও দ্বিতীয় পর্যায় সব রেকর্ড ভেঙে দেয়। ভারতের ক্ষেত্রেও এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই থাকতে হবে সাবধানে।
