সুযোগ বুঝে রাজনৈতিক নেতার ভূমিকায় রাজ্যপাল। সাধন পান্ডে বনাম ফিরহাদ হাকিমের অভিযোগ, পাল্টা অভিযোগের সুর টেনে জাগদীপ ধনকড় খোঁচা দেওয়া শুরু করলেন। বললেন জনসমক্ষে রাজ্যের মন্ত্রীরা যেভাবে তু তু ম্যায় ম্যায় করছেন, কিংবা বিধায়ক আমজনতার হাতে মার খাচ্ছেন, এসব দেখলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কী! রাজ্যপালের মতোই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি লিখেছেন অমিত মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সীর মতো বর্ষীয়ান নেতারা আপনারা সাবধানে থাকুন। তৃণমূল কংগ্রেসের সাংবিধানিক অ্যালার্ট… যে সত্য বলবে তাকে বয়স্ক ও অসুস্থ ঘোষণা করা হবে।
