Wednesday, January 14, 2026

বিয়ের পর নবদম্পতি কাটিয়েছে মাত্র এক ঘণ্টা, তারপরেই কোয়ারেন্টাইন সেন্টারে

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। তবে এই করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই ধর্মীয় অনুষ্ঠান বা বিয়ে। লকডাউনের শুরুতে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী কোনও ধর্মীয়, বিয়ে বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। তবে চতুর্থ দফার লকডাউনের শুরুতে কেন্দ্রের নির্দেশ অনুসারে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন ৫০ জন সদস্য এমনটাই জানানো হয়েছিল। সেই বিধি মেনে বিয়ের আয়োজন হলেও শেষটা ভালো হলো না৷

মধ্যপ্রদেশের এক অঞ্চলে বিয়ের আসর থেকে নবদম্পতিকে যেতে হল সোজা কোয়ারেন্টাইন সেন্টারে। বিয়ের পর কেটেছে মাত্র এক ঘণ্টা তারপরেই দুজনে কোয়ারেন্টাইন সেন্টারে। পাত্রীর জামাইবাবু CISF কর্মী৷ তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ হ‌ওয়ায় কার্যত বিয়ের আসর থেকেই নবদম্পতি সহ ১০০র বেশি পরিবারের সদস্য ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ছিন্দ‌ওয়ারা জেলা হাসপাতাল ছাড়াও আরও দু’টি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, গত সপ্তাহেই ওই CISF কর্মী জেলায় ফিরেছেন। ছিন্দ‌ওয়ারা-হোসাঙ্গাবাদ সীমান্তে তাঁর থার্মাল স্ক্রিনিং হয়। এরপর তিনি জেলার জুনার্দেও এলাকায় নিজের বাড়িতে যান। পাশাপাশি, পারাসিয়া এলাকায় গিয়ে আত্মীয়দের সঙ্গেও দেখা করেন। শ্যালিকার বিয়েতে গত ২৬ মে যোগ দিতে তিনি ছিন্দ‌ওয়ারা শহরে শ্বশুরবাড়িতে আসেন।

ছিন্দ‌ওয়ারার জেলাশাসক সৌরভ সুমন জানিয়েছেন, তিন-চার দিন আগেই করোনার লক্ষণ দেখা দেওয়ায় ওঁর নমুনা পরীক্ষার জন্য ছিন্দ‌ওয়ারা জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ হয়েছে৷

spot_img

Related articles

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...

যে কোনও উপায়ে দেশে ফিরে যান: ইরানে ভারতীয়দের জন্য নির্দেশ জারি

ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ইরানে। একদিকে খামেনেই প্রশাসনের দমননীতিতে প্রাণ হারাচ্ছেন দেশের বিদ্রোহীরা। অন্যদিকে বিদ্রোহীদের দমনের বিরুদ্ধে...

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...