মাস ছয়েক আগে হঠাৎ বিদেশে ক্রুজের মধ্যে বান্ধবী নাতাশাকে প্রপোজ করে রিং পরিয়ে দিয়েছিলেন। সকলে কিছুটা অবাক হন। হার্দিকের বাবাও জানতেন না ছেলের কীর্তি। কিন্তু হার্দ্যিক বিন্দাস। তারপর হার্দিক পান্ডে জাতীয় দলে ফিরতে পারেননি। কারণ ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেননি। এরপর দীর্ঘ তিন মাস লকডাউনের কারণে ক্রিকেট থেকে দূরে। এর মাঝে খবর ভারতের বিতর্কিত অলরাউন্ডার হার্দিক পান্ডে বাবা হতে চলেছেন। স্ত্রী নাতাশার একটি বেবি বাম্প এর ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপরে ক্রীড়া দুনিয়া উত্তাল। অভিনন্দন জানালেন অধিনায়ক কোহলি।

হার্দিক কী লিখছেন? তিনি লিখছেন, ‘নাতাশা ও আমার প্রেমের এই সফর দারুন আনন্দের এবং সুখের। সেই স্বপ্ন রঙিন হতে চলেছে। আমাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। আমরা দুজনেই উত্তেজিত আমাদের ভাবী সন্তানকে নিয়ে। আপনাদের আশীর্বাদ চাই।
