মহারাষ্ট্রের উপকূলের খুব কাছে নিসর্গ। সংবাদ সংস্থা সূত্রে খবর, স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছে ঘূর্ণিঝড় নিসর্গ। ৩ ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। আরব সাগরের উত্তর-পূর্ব দিক দিয়ে এই ঘূর্ণিঝড় প্রবেশ করছে বলে জানিয়েছে মৌসম ভবন।

বুধবার সকাল থেকে মুম্বই ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪০ টি দল মহারাষ্ট্র, গুজরাত, দাদরা নগর হাভেলি, দমন দিউতে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে ভারতীয় সেনা, নৌ সেনা এবং বায়ু সেনা।
