দেশজুড়ে আনলক ফেজ ওয়ানের মধ্যেই কলকাতা পুরসভা কন্টেইনমেন্ট জোনের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে জানালেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, এই মুহূর্তে শহরে যদি কোনও জায়গায়। কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি পাওয়া যায়, সেই জায়গাগুলো সিল করে দেওয়া হচ্ছে। এবং সেটি কন্টেইনমেন্ট জোন হিসেবে বিবেচ্য হবে।

ফিরহাদ হাকিম আরও জানান, কলকাতার যদি কোনও বস্তি অঞ্চলে করোনার হদিশ পাওয়া যায় সেটিও কন্টেইনমেন্ট জোন হিসেবে বিবেচিত হবে। কারণ, বস্তি এলাকায় কমন বাথরুম ব্যবহার, কমন কল ব্যবহার করা হয়। সেখানে সংক্রমণের সম্ভাবনা বেশি।

কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক জানান, যাদের পজিটিভ রিপোর্ট পাওয়া যাবে, তাঁদের পরিবারের লোকদেরও কোয়ারেন্টাইন হতে পারে। এই নিয়ম প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য। সবরকম স্বাস্থ্য বিধি মেনেই সাধারণ জীবনে ফিরে যেতে হবে মানুষকে, তাঁদের রুট-রুজির জন্য।
