Tuesday, May 20, 2025

ভারতে করোনা সংক্রমণ শিখরে পৌঁছবে অগস্ট-সেপ্টেম্বরে!

Date:

Share post:

ভারতে করোনা সংক্রমণের পিক বা সর্বোচ্চ পর্যায় আসেনি। কোরোনা নাকি তাণ্ডব শুরু করবে অগস্ট-সেপ্টেম্বরে! চিন্তা বাড়িয়ে এমনটাই জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, দেশে করোনা সংক্রমণ শিখর ছোঁবে অগস্ট-সেপ্টেম্বরে।
শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভিডিও বার্তায় এই কথা জানান এইমস-এর ডিরেক্টর। তিনি বলেন, “ভারতে এখনও করোনাভাইরাসের শিখর আসেনি। আগামী ২-৩ মাসের মধ্যে তা আসতে পারে। আমরা আশা করতে পারি অগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে শিখর দেখতে পাব। তারপরেই সংক্রমণ কমতে থাকবে।”

সংক্রমণ ছড়ালেও কোথাও কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলেই জানিয়েছেন ডক্টর গুলেরিয়া। তিনি বলেন, “দেশজুড়ে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। কারণ তাহলে গোটা দেশের সব রাজ্যে সমানভাবে আক্রান্ত দেখা যেত। কিন্তু এখানে তা হয়েছে ক্লাস্টার অনুযায়ী। কয়েকটি রাজ্যেই আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তবে হটস্পট এলাকাতে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।”
সম্প্রতি দিল্লি সরকার শুধুমাত্র রাজধানীর বাসিন্দাদের জন্যই হাসপাতালে বেড সংরক্ষণ করে রাখতে বলেছে। এই সিদ্ধান্তের সমালোচনার করেছেন এইমস-এর ডিরেক্টর। তিনি এই বিষয়টির সম্পূর্ণ বিরোধিতা করেন। তিনি বলেন, “চিকিৎসায় কোনও সংরক্ষণ বা সীমান্ত তৈরি করা অনৈতিক। দিল্লি সরকারকে এই বিষয়ে আরও চিন্তা করা উচিত।”

এদিকে, ভারতে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎই সংক্রমণ বেড়েছে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মাত্র ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও।

spot_img

Related articles

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...