Monday, May 5, 2025

ফিল্মি দুনিয়ায় ‘ব্যাড বয়’ ছোটপুত্র নমশি, বাজি ধরেছেন ‘ডিস্কো ড্যান্সার’, অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

‘ব্যাড বয়’। নায়ক বলিউডের ঠিক যেন ম্যাচো হিরো। নাম নমশি। আর নায়িকা আমরিন। কিন্তু ৬৮ বছরের প্রাক্তন সুপারস্টার তাকিয়ে রয়েছেন এই ছবির দিকে। কারণ? নায়ক যে ছোট ছেলে। আশায় বুক বেঁধেছেন তাই সুপারস্টার বাবা।

মিঠুনপুত্র নমশি চক্রবর্তী, আর সাজিদ কুরেশির কন্যা আমরিনকে নিয়ে তৈরি হয়েছে ‘ব্যাড বয়’। রোম্যান্টিক কমেডি। কম বয়সী গৌরাঙ্গ মানে যারা স্কটিশে পড়াকালীন নকশাল রাজনীতিতে জড়িয়ে পড়া মিঠুনের ছবি দেখেছেন, অনেকটাই তার জেরক্স কপি যেন নমশি। দেখলে চিনতে অসুবিধা হয় না। শুভানুধ্যায়ীরা বলছেন, শুধু বাবার কপালটা পেলেই হলো।

‘মিঠুনদা’র ছেলের ছবির প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়াতে আনলেন শাহরুখ আর সলমন। আর খোদ বিগ বচ্চন ট্যুইট করলেন তাঁর ‘গঙ্গা যমুনা সরস্বতী’র সহ নায়কের ছেলের জন্য, লিখলেন..মিঠুনদার ছোট ছেলের প্রথম ছবি। শুভকামনা রইল। তিন সুপারস্টারের প্রচারের আলোয় নমশির আবির্ভাব। সঙ্গে পরিচালক রাজকুমার সন্তোষী। ফলে সিনেমাপ্রেমীদের মনে ধীরে ধীরে আগ্রহ তৈরি হয়েছে। একেবারে কমার্শিয়াল মূল ধারার ছবি। প্রযোজক সাজিদ কুরেশি ও জয়ন্তীলাল গাদা ভাইয়েরা। রাজকুমার জানাচ্ছেন, ড্রামা, প্রেম, প্যাশন, অ্যাকাশন, গান সব কিছুই থাকছে। টোটাল এন্টারটেইনমেন্ট। বেঙ্গালুরু আর মুম্বইতে বেশিরভাগ শুটিং।

মিঠুনের পরের প্রজন্ম অর্থাৎ পুত্র-কন্যাদের ফিল্মে আসা শুরু ২০০৮-এ। সে বছর বড় পুত্র মিমো বা মহাঅক্ষয়ের বলিউডে প্রবেশ ‘জিমি’ ছবি দিয়ে। এরপর বাংলা ছবি ‘রকি’। কিন্তু দুটি ছবিই বাজারে চলেনি। মেজো পুত্র রিমো অবশ্য পরিচালনায় ঢুকে পড়েছেন। আর কনিষ্ঠ নমশি ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়লেন। কন্যা দিশানী কি অপেক্ষায় রয়েছেন? বলিউডের খবর সেইরকমই।

নমশি বলছেন, জীবনের প্রথম ছবির পরিচালক রাজকুমার সন্তোষী, আমি ভাগ্যবান। আর মিঠুন? সংবাদমাধ্যমের ধার কাছ দিয়ে হাঁটছেন না প্রাক্তন সাংসদ মিঠুনদা। বাংলায় বিজেপির অন্যতম মুখ হিসাবে তাঁর নাম বিজেপির অভ্যন্তরে ঘুরে বেড়াচ্ছে। সব খবর রাখছেন, কিন্তু খোঁজ নেই, ফোনও বন্ধ। লকডাউনে বেঙ্গালুরুতে আটকে ছিলেন। বাবার শেষকৃত্যে আসতে পারেননি। কিন্তু অন্দরহলে শোনা যাচ্ছে, মিঠুন ও যোগিতাবালী, দুজনেই নমশির উপর বাজি রেখেছেন। ছোটপুত্র হতাশ করবেন না, স্থির বিশ্বাস সুপারস্টার দম্পতির।

spot_img

Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...