Tuesday, December 30, 2025

উপসর্গহীন করোনা আক্রান্তদের থেকে সংক্রমণের সম্ভাবনা বিরল : হু

Date:

Share post:

করোনা আক্রান্ত যে রোগীদের শরীরে কোনও উপসর্গ নেই অর্থাৎ যারা অ্যাসিম্পটম্যাটিক তাঁদের থেকে সংক্রমণের সম্ভাবনা কম। সোমবার এ কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশেষজ্ঞরা আগে জানিয়েছিলেন, অ্যাসিম্পটম্যাটিক রোগীদের উদ্বেগের কারণ আছে। কারণ তাঁদের থেকে সংক্রমণ ছড়ালে তা বোঝা যাবে না। সেক্ষেত্রে রোগের মোকাবিলা করা আরও কঠিন হবে। তবে সোমবারের সাংবাদিক বৈঠকে অন্য কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু-র ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরখোভ বলেন, “ তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সব রোগীর শরীরে উপসর্গ নেই তাঁদের থেকে অন্য কারও শরীরে সংক্রমণ ছড়ানোর হার খুব কম। একেবারে বিরল বললেই চলে। বলতে গেলে বিরল”। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে আরও বেশি গবেষণা করা দরকার। পাশাপাশি প্রয়োজন পরিসংখ্যানের। বেশ কিছু দেশের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে অ্যাসিম্পটম্যাটিক পেশেন্টদের থেকে অন্যজনের শরীরে খুব বেশি সংক্রমণ ছড়াচ্ছে না। তাঁর মতে, সরকারের উচিত যাদের শরীরে উপসর্গ রয়েছে তাঁদের খুঁজে বার করে চিকিৎসার ব্যবস্থা করা।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে বহু বিশেষজ্ঞ বলেছিলেন, অল্পবয়সি বা সুস্থ ব্যক্তির মধ্যে ভাইরাসের সংক্রমণ ঘটবে। কিন্তু শরীরে উপসর্গ প্রায় দেখাই যাবে না। বা কারোর ক্ষেত্রে মৃদু উপসর্গ থাকতে পারে। মারিয়া জানান, “একটা কথা স্পষ্ট ভাবে বুঝতে হবে। যে রোগীদের উপসর্গ রয়েছে তাঁদের চিহ্নিত করতে হবে। তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদের আইসোলেশনে বা কোয়ারেন্টাইনে রাখতে হবে। তবেই সংক্রমনের হার এক ধাক্কায় অনেকটা কমবে।”

spot_img

Related articles

স্বাধীনোত্তর ভারতে ‘অপদার্থতম’ স্বরাষ্ট্রমন্ত্রী: দিল্লি যাওয়ার আগে শাহকে তীব্র কটাক্ষ অভিষেকের

"ভারত যেদিন থেকে স্বাধীন হয়েছে তারপর থেকে সবথেকে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ"। দিল্লি যাওয়ার আগে মঙ্গলবার...

কঠোর পদক্ষেপ আর উন্নয়নের জেরে ২০২৫-এ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে কাবু করছে মোদি সরকার

২০২৫ সাল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ইতিহাসে এক বিরল মুহূর্ত, যখন রাষ্ট্র অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে কাবু করতে পেরেছে। কয়েক দশকের...

বাঙালি অভিনেত্রীর সঙ্গে চ্যাট করতেন সূর্য, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বলিউডের বাঙালি অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের ( Khushi Mukherjee) মুখে ভারতীয় টি২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)...

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! মৃত কমপক্ষে ৭, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! ঘটনাটি ঘটেছে আলমোড়া জেলার পাহাড়ি রাস্তায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। তাঁদের...