“চিনারা কবে ভারতের ভূমি ছেড়ে যাবে?”, অমিতকে ফের প্রশ্ন করলেন অভিষেক

চিনারা কবে ভারতের ভূমি ছেড়ে যাবে? অমিত শাহের ভার্চুয়াল সভার শেষে ফের প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিন ভারতের জমি দখল করেছে কি না সে বিষয়ে স্পষ্ট তথ্য দিক কেন্দ্র- এই দাবিতে সরব হয়েছেন অভিষেক। মঙ্গলবার বেলা ১১ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভার আগেই যুব তৃণমূল সভাপতি নিজের টুইটার হ্যান্ডেল জানতে চান “চীন আমাদের জমি দখল করেছে কি না? উত্তর দিন অমিত জি”।

ভার্চুয়াল সভায় যদিও সে বিষয়ে একটি বর্ণও খরচ করেনি অমিত শাহ। উল্টে তৃণমূলকে বাংলা ছাড়া করার কথা বলেছেন তিনি। অমিতের সভা শেষ হওয়ার পরেই ফের নিজের টুইটার হ্যান্ডেলে এই বিষয় নিয়ে লেখেন অভিষেক। তিনি বলেন, প্রতিবারের মতোই আলংকারিক এবং অবাস্তব ভাষণ ছিল অমিত শাহের। তৃণমূল সাংসদ কটাক্ষ করে বলেন, “অমিত শাহ, তৃণমূলকে বের করে দেওয়ার তাঁর স্বপ্নের কথা বললেন। কিন্তু আমি আবার প্রশ্ন করছি, চিনারা কবে আমাদের ভূমি থেকে যাবে?” টুইটটা অভিষেক হ্যাশট্যাগ করেছেন ‘বেঙ্গলরিজেক্টঅমিতশাহ’-কে।

Previous articleউপসর্গহীন করোনা আক্রান্তদের থেকে সংক্রমণের সম্ভাবনা বিরল : হু
Next articleভারতীয়রা কিছুতেই ‘সস্তা’ চিনা পণ্য বয়কট করতে পারবে না, দাবি গ্লোবাল টাইমসের