তারুণ্যে বিশ্বাস উঠল? AI বুদ্ধদেব স্মরণে বামেরা

গোটা রাজ্যে পদযাত্রা থেকে ব্রিগেড এমনকি লোকসভার প্রার্থী হিসাবেও তরুণ প্রজন্মকে এগিয়ে দেওয়া বামেরা আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে। নির্বাচনের আগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে জনগণের জন্য বার্তা দেওয়া হয়েছে বুদ্ধদেবের ভিডিও ও অডিও ব্যবহার করে। আর এই বার্তা নির্বাচনী প্রচারে ব্যবহার করছে বামেরা।

লোকসভা নির্বাচনে এবার ঘটা করে একঝাঁক নতুন প্রার্থী নির্বাচন করেছে বামেরা। প্রচারে ব্যবহার করা হচ্ছে আধুনিক গান থেকে ভিডিও। সম্প্রতি AI ব্যবহার করে ভোট প্রচারের জন্য একজন সঞ্চালিকাকে উপস্থাপন করেছিল। কিন্তু সেই সঞ্চালিকার সংবাদ পরিবেশ আর সেভাবে দেখা যায়নি। এবার ভোট প্রচারে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তাকে AI মাধ্যমে পরিবেশন করা হল।

বামেদের নতুন ব্রিগেড ভোট প্রচারে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে খুব চেষ্টা চালিয়েছে ভোটারদের বাম-মুখী করার। তবে দুই দফার নির্বাচন হয়ে যাওয়ার পর শীর্ষ নেতৃত্ব বুঝেছেন পুরোনো চাল ভাতে বাড়ে। তাই এবার বাজারে AI মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা।

আরও পড়ুন- সবটাই অপপ্রচার! বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করল WBSEDCL

Previous articleসবটাই অপপ্রচার! বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করল WBSEDCL
Next articleতাপপ্রবাহের জেরে রাজ্যে হিট স্ট্রোকে আক্রান্ত ৩৩! সবাই ফিরলেন সুস্থ হয়ে