কেরল এখন মডেল। করোনা আবহে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কথা সুদূর আমেরিকাতেও। এর মাঝেই আর এক ব্যতিক্রমী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। প্রায় করোনা মুক্ত কেরলে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৫ জুন সামাজিক অনুষ্ঠান।

দেশে সর্বপ্রথম কোভিড আক্রান্তের সন্ধান মিলেছিল কেরলে। আর সারা দেশ যখন কোভিডের হামলায় নাভিশ্বাস তুলছে, তখন কেরল দেশের কাছে উদাহরণ। ছোট ছোট স্তরে আন্দোলন, প্রচার এবং তার সঙ্গে প্রতিরোধ। তিনে মিলে নদীর দেশ এখন ভারতের নিউজিল্যান্ড।

বিজয়নকন্যা বীণা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার সংস্থা চালান। সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু তাঁর স্বামী হোলটাইমার। ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক ও কেরল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মহম্মদ রিয়াজ। রিয়াজ আর বীণা, দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। রিয়াজের দুই সন্তান ও বীণার এক সন্তান রয়েছে। তিন সন্তানকে সঙ্গে নিয়েই তাঁরা নতুন জীবন শুরু করবেন। রেজিস্ট্রি হয়ে গিয়েছে। তবে রিসেপশন সারা হচ্ছে সাদামাটাভাবে। কয়েকজন ঘনিষ্ঠ থাকবেন অনুষ্ঠানে। রিয়াজ বলেছেন, ব্যক্তিগত অনুষ্ঠান, নিজেদের মধ্যেই রাখবেন। আর মুখ্যমন্ত্রী বিজয়ন রবিবার দফতরের কাজ সেরে রাখবেন। কারণ, সোমবার অফিস যেতে পারবেন না, মেয়ের বিয়ে যে!
