এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীরা আদৌ কি আছে? এ নিয়ে বহু চুক্তি এবং পাল্টা যুক্তিও আছে। তবে এবার ভারতের আকাশে দেখা গেল এলিয়েন। এক কনস্পিরেসি থিয়োরিস্টের দাবি, মেক্সিকোর একটি কবরখানার উপর ঘুরতে দেখা গিয়েছিল একটি ইউএফও। এক সপ্তাহ কাটতে না কাটতেই ইউএফও দেখা গিয়েছে হরিয়ানার আকাশে।

স্কট সি ওয়ারিং নামে ওই ইউএফও হান্টার তাইওয়ান থেকে নিজের কর্মকাণ্ড পরিচালনা করেন। তাঁর দাবি, গুগল আর্থের সাহায্যে ৩ জুন মেক্সিকোর আকাশে তিনি ইউএফও-কে ঘুরতে দেখেছিলেন। কবরখানার উপরে তামাটে রঙের একটি বস্তু উড়তে দেখা যায়। তিনি বলেন, ইউএফও-টি তামাটে রঙের। চ্যাপ্টা ডিস্কের মতো দেখতে। ওরা আমাদের সবথেকে পবিত্র জায়গা, কবরস্থানের উপর নজর রাখে।”

প্রসঙ্গত, কনস্পিরেসি থিয়োরিস্টদের দাবি করেন, এখন এলিয়েনরা অনেক বেশি সচেতন। মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করতে তারা মাঝে মধ্যেই পৃথিবীতে হানা দেয়।
