Tuesday, November 18, 2025

সংক্রমণের দুই- তৃতীয়াংশের উৎস গুজরাত-সহ ৫ রাজ্য, রিপোর্ট পেশ মোদিকে

Date:

Share post:

দেশে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি এবং মৃত্যুমিছিল দীর্ঘায়িত করছে মাত্র ৫টি রাজ্য৷

শনিবার করোনা পরিস্থিতি পর্যালোচনায় মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে সিনহা ও ICMR-এর ড. বলরাম ভার্গব-সহ অনেকেই।

এই বৈঠকেই সরাসরি মোদি-শাহকে জানানো হয়েছে দেশের যে ৫ রাজ্য উদ্বেগ এবং সংকট বাড়িয়েই চলেছে তার অন্যতম গুজরাত৷ বাকি ৪ রাজ্য হলো, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ৷

করোনা-চিকিৎসার ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর আহ্বায়ক এবং নীতি আয়োগের সদস্য ডঃ বিনোদ পাল করোনা সংক্রমণের বর্তমান ও আগামীদিনে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে তার রিপোর্ট পেশ করেন। তিনি বলেন, মোট সংক্রমিত ব্যক্তির দুই-তৃতীয়াংশই ৫টি রাজ্যের বড় শহরের বাসিন্দা। এই রাজ্যগুলি হলো, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ৷ এ ছাড়াও দেশের বেশ কিছু বড় শহর- সহ অন্যান্য বেশ কিছু জায়গায় যে সঙ্কট দেখা দিচ্ছে, তা নিয়েও কথা হয়। যেসব এলাকায় সংক্রমণ দ্রুত হারে হচ্ছে, সেখানে সংক্রমণের পরীক্ষা, হাসপাতালের বেড সহ চিকিৎসা পরিষেবার ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, এই ৫ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ ও গুজরাতে বিজেপি’র সরকার৷ দিল্লিতে আম আদমি পার্টি, মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি এবং
তামিলনাড়ুতে AIADMK সরকার৷

জানা গিয়েছে, এই বৈঠকে আগামী দু’মাস দেশের করোনা সংক্রমণ কোথায় পৌঁছাবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যে কোনও ধরনের খারাপ পরিস্থিতির মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীকে উল্লেখিত ৫ রাজ্য নিয়ে বিশেষ রিপোর্ট পেশ করেন বিশেষজ্ঞরা। রিপোর্টে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের করোনা আক্রান্তদের দুই- তৃতীয়াংশের উৎস এই ৫ রাজ্য। এই ৫ রাজ্যের দিকে বিশেষ নজর দিতে হবে এখনই৷ নাহলে গোটা দেশের পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে৷
এদিকে, করোনা পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৬ – ১৭ জুন এই বৈঠক হওয়ার কথা৷ সেখানেই স্থির হতে পারে দেশে ফের কঠোর লকডাউন চালু হবে কি’না৷

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...