Monday, August 25, 2025

দিনভর দফায় দফায় বৃষ্টি ,প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা

Date:

Share post:

মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু রাজ্যজুড়ে । রবিবার দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস।কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
পুরো সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এর মধ্যে দক্ষিণবঙ্গের দু-এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বীরভূম ও মুর্শিদাবাদে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

পশ্চিমবঙ্গের সব জেলাতেই পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু।আগামী ২৪ ঘণ্টায় বিহার ঝাড়খন্ড অধিকাংশ এলাকায় এবং মহারাষ্ট্রের মুম্বইতে পৌঁছে যেতে পারে মৌসুমী বায়ু এবং দক্ষিণ গুজরাত দক্ষিণ মধ্যপ্রদেশের অংশে ও পৌঁছবে মৌসুমী বায়ু।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য০.৭ মিলিমিটার।

উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে দার্জিলিং,জলপাইগুড়ি ও কালিম্পং, মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে।এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের এর উপর দিয়ে বিস্তৃত।

এই দুইয়ের প্রভাবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় কোঙ্কন ও গোয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টি হবে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...