Monday, August 25, 2025

করোনা নিয়ে মোদি-মমতা দুজনেরই ‘মুখরক্ষা’ মুকুলের

Date:

Share post:

কারোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী দুজনেরই মুখ রক্ষা করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন,বিশ্বের মধ্যে করোনা পরিস্থিতিতে সবচেয়ে ভালো জায়গায় ভারত। আর সারাদেশের মধ্যে করোনা পরিস্থিতিতে রাজ্যের হাল সব থেকে ভালো। মৃতের সংখ্যা সবচেয়ে কম এবং সুস্থতার হার ৪০%। বীরভূমের সিউড়িতে দলীয় সভায় মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীন সেখানে যান বিজেপি নেতা। কর্মিসভার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপস্থিত ছিলেন পুরুলিয়া সাংসদ তথা বিজেপির রাজ্য সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। সেখানেই দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে মুকুল রায় জানান, সারা বিশ্বের মধ্যে মৃত্যুর হারের দিক থেকে ভারতের পরিস্থিতি সব থেকে ভালো। আর সারাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের মৃত্যুর হার সবচেয়ে কম। শুধু তাই নয়, এখানে সুস্থ হয়েছেন ৪০% মানুষ। বিজেপি নেতা বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করোনা নিয়েই চলতে হবে। সেক্ষেত্রে একে ভয় না পেয়ে সর্তকতা অবলম্বন করার পরামর্শ দেন মুকুল রায়।

সম্প্রতি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর দেখা করতে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, রাজ্য তথা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তিনি দিল্লি গিয়েছিলেন। ” মন্ত্রিত্ব বিষয়ে কোনো কথা হয়নি। বিজেপিতে মন্ত্রিত্ব এভাবে হয় না” বলেও মন্তব্য করেন মুকুল। তবে এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্বের মুখে পদ্ম ছাপ মাস্ক থাকলেও, মুকুল রায় পরেছিলেন নীল রংয়ের সাধারণ মাস্কই।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...