Thursday, December 25, 2025

অনলাইনে অর্ডার দিয়ে হাতে ‘ভগবত-ম্যানিফেস্টো’!

Date:

Share post:

রাম-বামের এমন সখ্যতার নিদর্শন মেলা ভার। কথাটা ঠিক রাজনৈতিক নয়, এটা হয়ত এখন একজনের মানসিক পরিস্থিতি। যিনি বামেদের ‘ধর্মগ্রন্থ’ অর্ডার দিয়ে হাতে পেলেন সেই বইটি যাতে হাত রেখে বিভিন্ন সময় সত্যি-মিথ্যে বলে আসছে বাদী-বিবাদী দুই পক্ষই। গড়িয়ার বাসিন্দা সুতীর্থ দাস একটি বহুল প্রচলিত অনলাইন শপিং সাইটে অর্ডার দিয়েছিলেন ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’। যথাসময়ে তাঁকে জানানো হয় যে বইটি আসছে। অফিসে কাজের মধ্যেই তিনি খবর পান বাড়িতে তাঁর অর্ডার মতো পার্সেল পৌঁছে গিয়েছে। আগে অবশ্য অনলাইনে সব টাকা মিটিয়ে দেন তিনি। তারপর বাড়ি ফিরে সন্ধেবেলায় মোড়ক খুলে বিস্মিত, হতবাক, বলা ভালো চক্ষু চড়কগাছ সুতীর্থ দাসের। কারণ, কমিউনিস্ট ম্যানিফেস্টোর বদলে তাঁকে যেটা পাঠানো হয়েছে সেটা একশো কুড়ি পৃষ্ঠার ইংরেজিতে লেখা ‘ভগবৎগীতা’

বিষয়টি সুতীর্থ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জানিয়েছেন, কীভাবে তাঁর অর্ডার করা বইয়ের বদলে ঠিক উল্টো মেরুর একটি বই এসে পৌঁছল সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। ফেসবুকে তাঁর পোস্টের তলায় পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় রসিকতা করে লিখেছেন, “একটা ফুটকির তফাৎ ভাই”। বিভিন্ন রসিকতা করে অনেকেই মন্তব্য করেছেন।
তবে অনলাইন শপিং সাইটটি কী কারণে কমিউনিস্ট ম্যানিফেস্টো বদলে বেছে বেছে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠাল- এ বিষয়ে তারা কিছু জানিয়েছে কি না সেটা অবশ্য সুতীর্থ তাঁর বন্ধুদের সঙ্গে শেয়ার করেনি। অনলাইন শপিং সাইটগুলি ভুল জিনিস প্রায়ই পাঠায়। মোবাইলের বদলে ইটের টুকরো আসে। এই প্রতারণায় বাদ পড়েননি বিখ্যাত ব্যক্তিত্বরাও। কখনও শপিং সাইটগুলি ভুল স্বীকার করে। আবার কখনও দায় চাপায় ডেলিভারি ম্যানের উপর। কোন কোন সাইট চুপচাপ বিষয়টি চেপে যায়। কিন্তু কোনও ডেলিভারি পার্সেন একজনের কমিউনিস্ট ম্যানিফেস্টো বের করে প্যাকেটে ভগবতগীতা পুরে দেবেন এই কথাটা কারও পক্ষেই হজম করা একটু কঠিন। বিষয় যাইহোক, মিল হয়ত এক জায়গাতেই আছে, তা হল জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। দু’রকম হলেও দুটো বই বোধহয় সে কথাই বলে। আপাতত ফলের আশা না করে সুতীর্থ দাস শ্রীমদ্ভগবদগীতাটিকে আত্মস্থ করছেন কি না সেটাও হয়তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তিনি। তবে তিনি জানিয়েছেন তাহলে বাড়িতে একটি সম্পূর্ণ ‘শ্রীমদ্ভগবদগীতা’ আছে।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...