Sunday, August 24, 2025

অবশেষে PM CARES তহবিল নিয়ে কেন্দ্রকে নোটিস ধরালো শীর্ষ আদালত৷

Date:

Share post:

PM CARES তহবিলে জমা পড়া সমস্ত অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল বা NDRF-এর তহবিলে কেন দেওয়া হবে না, সে সংক্রান্ত এক আবেদনের প্রেক্ষিতেই কেন্দ্রের বক্তব্য তলব করলো সুপ্রিম কোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা CPIL-এর রুজু করা এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, এ পর্যন্ত PM CARES তহবিলে যে কোটি কোটি টাকা জমা পড়েছে, তা কোন খাতে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে কোনও তথ্যই সরকারের তরফে থেকে দেওয়া হচ্ছে না। বলা হয়েছে, করোনা মোকাবিলার জন্য যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন লাগু করা হয়েছে, সেই আইনের আওতায় একটি জাতীয় পরিকল্পনা তৈরি করা হোক, বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং কার্যকর করা হোক। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস কে কওল এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ এই আবেদনের ভিত্তিতে কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়ে নোটিস দিয়েছে। ওদিকে সওয়াল চলাকালীন সর্বোচ্চ আদালত যাতে কেন্দ্রকে নোটিস না দেয়, তার চেষ্টা চালান সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, নোটিস দেওয়ার প্রয়োজন নেই, আবেদনের কপি দিয়ে দিন তাহলেই হবে। বিচারপতিরা সেই দাবি খারিজ করে দিয়ে নোটিস দিয়েছে কেন্দ্রকে। চার সপ্তাহের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে৷
সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে চলতি মহামারি এবং লকডাউন পরিস্থিতিতে জাতীয় পরিকল্পনা প্রস্তুত করুক কেন্দ্র সরকার। একইভাবে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে কেন্দ্র খরচ করতে পারে। ফলে PM CARES তহবিলে জমা পড়া সমস্ত অর্থ NDRF-কে দিয়ে দেওয়া হোক। আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য পরিস্থিতি গুরুতর হওয়ার পরেও NDRF’এর অর্থ খরচ করছে না সরকার। এবং PM CARES তহবিল বানানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায়। এই তহবিলের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে জনস্বার্থ মামলায়।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...