দেশের বিভিন্ন প্রান্তের একাধিক সংবাদসংস্থা একতরফা সিদ্ধান্তে বরখাস্ত করে চলেছে সাংবাদিকদের৷ এ বিষয়ে বরখাস্ত হওয়া সাংবাদিকরা প্রশ্ন করলেও সংবাদসংস্থাগুলি কোনও উত্তরই দেয় না৷ এবার এ সংক্রান্ত অভিযোগে পদক্ষেপ করেছে প্রেস কাউন্সিল অফ ইণ্ডিয়া৷

সাংবাদিকদের বরখাস্ত করার যে হুমকি ‘দ্য হিন্দু’ গ্রুপের মুম্বই ব্যুরো দিয়েছে, তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে প্রেস কাউন্সিল অফ ইণ্ডিয়া৷ সোমবার এক বিজ্ঞপ্তিতে কাউন্সিল বলেছে, শ্রম বিবাদ আইন, ১৯৪৭ উপেক্ষা করে সাংবাদিকদের ইস্তফা দিতে বলা হয়েছে৷ এ বিষয়ে প্রেস কাউন্সিল ‘দ্য হিন্দু’-র সম্পাদক এবং ‘হিন্দু মুম্বই’-এর আঞ্চলিক অধিকর্তার বক্তব্য তলব করেছে।
গত ১৯ জুন ‘দ্য হিন্দু’ গ্রুপের একাধিক
ব্যুরো কর্মীদের ইস্তফা দিতে নির্দেশ দিয়েছে৷ ইস্তফা না দিলে তাঁদের বরখাস্ত করা হবে বলেও কর্তৃপক্ষ জানায়৷ ২১ জুন ‘দ্য হিন্দু’র মুম্বই ব্যুরোর কর্মীরা এই নির্দেশের কারন জানতে চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয়৷ কিন্তু দেশের প্রায় সব সংবাদসংস্থাই কর্মীদের বরখাস্তের বিষয়ে কর্মীদের প্রশ্নের লিখিত উত্তর এড়িয়ে চলে। সংবাদসংস্থার কাছ থেকে কোন লিখিত বিবৃতি না থাকায় পরবর্তী কালে প্রশ্ন উঠলে সংবাদসংস্থাগুলি দাবি করে যে তারা কর্মীদের ছাঁটাই করেনি, বরং সাংবাদিকরাই ইস্তফা দিয়েছে৷ সম্প্রতি সাংবাদিকদের ছাঁটাই করার সময় টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস-সহ একাধিক সংস্থা এই কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ ওঠে৷

এবার একই ধরনের ঘটনার পর প্রেস কাউন্সিল অফ ইণ্ডিয়া সুয়ো-মটো নোটিশ পাঠিয়ে ‘দ্য হিন্দু’র জবাব তলব করলো৷
