সিবিএসই নিয়ে শুক্রবার ফের শুনানি শীর্ষ আদালতে  

অতিমারি আবহে স্থগিত করা হয়েছে সিবিএসই দ্বাদশের পরীক্ষা। বাতিল করা হয়েছে সিবিএসই দশমের পরীক্ষা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট বোর্ড এবং কেন্দ্র এই সিদ্ধান্ত জানিয়েছে। এই নিয়ে শুক্রবার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত, অতিমারির জেরে দেশজুড়ে সিবিএসই দ্বাদশের পরীক্ষা এবং শুধুমাত্র উত্তর-পূর্ব দিল্লিতে সিবিএসই দশমের পরীক্ষা স্থগিত হয়ে যায়। পরে সংশ্লিষ্ট বোর্ড নির্দেশিকা জারি করে জানায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। কিন্তু বর্তমান পরিস্থিতি তে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। তাই আপাতত সিবিএসই দ্বাদশের পরীক্ষা স্থগিত এবং সিবিএসই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন শীর্ষ আদালতে বোর্ড জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পড়ুয়ারা আবেদন করলে তবেই নেওয়া হবে সিবিএসই দ্বাদশের পরীক্ষা। তবে তার দিনক্ষণ উল্লেখ করেনি বোর্ড।

Previous articleBreaking: প্রয়াত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, বয়স হয়েছিল 89 বছর
Next articleকরোনাকে জয় করে বাড়ি ফিরলেন ৯৪ বছরের লালমোহন শেঠ