Monday, August 25, 2025

‘গণশক্তি’র প্রতিবেদন আংশিক প্রকাশ করা ঠিক হয়নি, ভুল স্বীকার করে টুইট বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

Date:

Share post:

সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকায় দিন কয়েক আগে লাদাখের সংঘর্ষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল । ওই প্রতিবেদনের একটি অংশ বিজেপি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে অভিযোগ করে, সিপিএম -এর মুখপত্র বেজিংয়ের ভাষায় কথা বলছে।
ওই প্রতিবেদনের অংশটি ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছিলেন সিপিএম নেতৃত্বও। পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম অভিযোগ করেন, প্রতিবেদনের বক্তব্যকে বিকৃত করে মানুষের কাছে উপস্থাপিত করেছে বিজেপি যা ক্ষমার অযোগ্য। তবু বিজেপি নেতৃত্ব তাঁদের বক্তব্যে অনড় ছিল। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব নিজেদের ভুল স্বীকার করেন, যা কার্যত সিপিএমের বক্তব্যকে সমর্থন করলো।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, গণশক্তির প্রতিবেদনে বেইজিংয়ের বক্তব্য লেখা হয়েছিল। ওই বক্তব্য কখনওই গণশক্তির নিজস্ব বক্তব্য ছিল না। এভাবে প্রতিবেদনের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভুল করা হয়েছিল। মহম্মদ সেলিমের মতো বর্ষীয়ান রাজনীতিবিদ যা বলেছিলেন তা আমিও সমর্থন করি।
বিজেপির প্রাক্তন মুখপাত্র কৃশানু মিত্র লেখেন,
এটি তখনই ঘটে যখন পুরো সিস্টেমটি মধ্যযুগীয় এবং সুবিধাবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।
গণশক্তি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওই অংশ সম্পর্কে বিজেপির বক্তব্যের বিরোধিতা করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিম অভিযোগ করেন, গণশক্তিতে প্রকাশিত খবরকে বিকৃত করে, ফেক নিউজ বানিয়ে অপপ্রচার চলছে। এটাই ফ্যাসিস্টদের চরিত্র। এর তীব্র নিন্দা করছি।

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...