Sunday, January 11, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কাউন্সিলরকে ধারালো অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

Date:

Share post:

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের কাউন্সিলর চিন্ময় বারুইকে ধারালো অস্ত্র দিয়ে কোপ। দুষ্কৃতীরা তাঁর পূর্বপরিচিত বলেই সন্দেহ করছে পুলিশ। তবে অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পূজালি পুরসভা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, তাঁর শরীরে ১৯টি সেলাই পড়েছে। এখন তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন।

এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ঘটনার ঠিক আগে চিন্ময়বাবু নিজের বাড়িতেই ছিলেন। এলাকার এক বাসিন্দা তাঁর কাছে কোনও দরকারে এসেছিলেন। ওই বাসিন্দা চিন্ময়বাবুকে জানান, তাঁর ভাই অসুস্থ। ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। এরপরই ওই ব্যক্তির সঙ্গে কাউন্সিলর বাড়ি থেকে বের হন। অভিযোগ, সেই সময় রাস্তাতেই আচমকাই ওই ব্যক্তি পিছন থেকে তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চিন্ময়বাবু। চিৎকারে ছুটে আসেন স্থানীয়রাও। কাউন্সিলরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যাঁরা কাউন্সিলরকে এদিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁরা লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও এবিষয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ তদন্তে নেমেছে। ঠিক কী কারণে তাঁর উপর হামলা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাজনৈতিক নাকি ব্যাক্তিগত প্রতিহিংসা থেকে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এলাকা থমথমে রয়েছে।

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...