Thursday, May 15, 2025

মানচিত্র বদলে নিজের দলেই কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী

Date:

Share post:

ভারতের জায়গা নিজেদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে এবার দেশেই কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে চাপের মুখে তাঁর গদি হাতছাড়া হওয়ার উপক্রম। কারণ, নেপালের শাসক কমিউনিস্ট পার্টির একটা বড় অংশই এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর উপর ক্ষুব্ধ। তাদের মতে, এটি কমিউনিস্ট পার্টির আদর্শ বিরোধী আচরণ।

ভারতের সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নেপালের। কিন্তু চিনা উস্কানিতে ভারতের ৩টি এলাকা নিজেদের মানচিত্র ঢুকিয়ে সেটা নেপালের বলে দাবি করেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার চিনা প্রেমে বরাবর দেশের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু মানচিত্র বাদলের পরে তা আরও বাড়তে শুরু করে। বিষয়টা এমন দাঁড়ায়, যে দলের মধ্যেই প্রবল বিক্ষোভের জেরে তাঁর কুর্সি হাতছাড়া হওয়ার উপক্রম। পরিস্থিতি সামলাতে শনিবার নিজের বাড়িতে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন কেপি শর্মা ওলি। কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা চিনের উস্কানিতে হঠাৎ করে ভারতের অংশকে নিজেদের বলে দাবি করার ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করতে শুরু করেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে তারা কোনভাবেই রাজি নন।
ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের তাল কাটতে শুরু করে লাদাখে চিনা অনুপ্রবেশের পর থেকে। এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নামে নেপালের ওলি সরকার। তাদের তিনটি জায়গা ভারত জোর করে দখল করেছে এই অভিযোগ তুলে তোলে নেপাল।
বিহারের সীমান্ত এলাকায় নেপাল সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। কিন্তু এই নিয়ে ভারত পাল্টা আক্রমণের রাস্তায় যায়নি। বিষয়টি কূটনৈতিকস্তরে রেখে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে চায় দেশ। তবে নেপালের সরকারের কার্যকলাপের উপর দৃষ্টি রেখেছে নয়াদিল্লি। অনেকে আবার বলছে, এই নেপালের এই সরকারের মেয়াদ বেশি দিন নেই। এবং মানচিত্র বদলে তাদের ক্ষমতা হারানোর রাস্তা আরও ত্বরান্বিত হল। এই পরিস্থিতিতে নেপালের রাজনৈতিক ডামাডোলের দিকে নজর রেখেছে কেন্দ্র।

spot_img

Related articles

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...