২১ দিন পর থামল চাকা। দেশ জুড়ে একই জায়গায় রইল পেট্রোল এবং ডিজেলের দাম। রবিবার রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা ৩৮ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা ৪০ পয়সা। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮২ টাকা ৫ পয়সা এবং ডিজেলের দাম ৭৫ টাকা ৫২ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইতে এদিন প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ টাকা ৭৮ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৭৮ টাকা ৭১ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম হয়েছে ৮৩ টাকা ৫৯ পয়সা এবং ডিজেলের দাম ৭৭ টাকা ৬১ পয়সা।

প্রসঙ্গত, ৭ জুন থেকে একটানা বাড়তে শুরু করেছিল এই দাম। দেশজুড়ে শনিবারের দামের সঙ্গে রবিবারের দাম সমান। গত ২১ দিনে দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৯ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১১ টাকা ১ পয়সা।