গত ১০ বছরে সূর্যের কতটা পরিবর্তন হয়েছে, তার একটি ক্ষণিক মুহূর্ত তুলে ধরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছের ভিডিও এটাই৷

‘আ ডিকেড অফ সান’ নামে একটি ভিডিও নাসার তরফে শেয়ার করা হয়েছে৷ সেই ভিডিও অনুযায়ী মাত্র এক ঘণ্টার মধ্যে দশ বছরের কর্মকাণ্ড ধরা পড়েছে সংস্থার সোলার ডাইনামিকস অবজার্ভেটরি-তে। পৃথিবীকে পরিক্রমণ করার সময় সূর্যের নানা মুহূর্তের ছবি প্রায় ৪২.৫০ কোটি রেজোলিউশনে তুলেছে এসডিও উপগ্রহ।

নাসার বিজ্ঞানীদের অনুমান,১১ বছর অন্তর সূর্যের চৌম্বক ক্ষেত্র স্থান পরিবর্তন করে থাকে। উত্তর ও দক্ষিণ মেরু জায়গা বদল করে। সেখানে সেই চক্রে ৬১ মিনিটের মধ্যে প্রায় এক দশকের কাজ করে ফেলেছে সূর্য।
