ফের এনকাউন্টারে খতম তিন জঙ্গি। জম্মু-কাশ্মীরের অনন্তনাগে আজ, সোমবার সকালে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে জঙ্গিরা৷ তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা সম্ভব হয়নি৷ তারা কোন গোষ্ঠীর, তা নিয়ে খোঁজখবর চালাচ্ছে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।

জানা গিয়েছে, জঙ্গিরা লুকিয়ে আছে এমন খবর গোপন সূত্রে পেয়ে পুলিশ ও সেনা জওয়ানরা দক্ষিণ কাশ্মীরের কুলছোহার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে৷ সেই সময় এক জঙ্গি যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে৷ এরপর শুরু হয় এনকাউন্টার। পালটা জবাব দেয় যৌথ বাহিনী৷ গুলির লড়াইয়ে খতম হয় ওই তিন জঙ্গি৷

জঙ্গিদের মৃতদেহের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি একে রাইফেল ও ২টি পিস্তলও। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে আজ ট্যুইট করে জানিয়েছে কাশ্মীর জোনাল পুলিশ।
