Tuesday, May 6, 2025

গালওয়ানে কত সেনার মৃত্যু হয়েছে জানতে বেজিংয়ে পর পর বিক্ষোভ

Date:

Share post:

বেজিংয়ে বিক্ষোভ !

গত ১৫ জুন গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে লালফৌজের কতজন সেনা হতাহত হয়েছেন, তা নিয়ে এতদিন পরেও কোনও তথ্য প্রকাশ করেনি বেজিং৷

নিজেদের এই অকারন অবস্থানে, এবার দেশের মধ্যেই অন্যরকম চাপে পড়েছে চিনের কমিউনিস্ট সরকার৷ একটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷

মার্কিন সংবাদমাধ্যম ‘Breitbart’-এর একটি প্রতিবেদন বলছে, চিনের সাধারণ মানুষ এখন জানতে চাইছেন, গালওয়ানে তাঁদের ঠিক কতজন সেনার প্রাণ হারিয়েছেন৷ বিশেষ করে সেনা পরিবারের সদস্যরা নিহতদের নাম পরিচয় জানতে চাইছেন, তাদের পরিবারের কেউ মৃতের তালিকায় আছেন কি’না! সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে সরব হয়েছেন অনেকেই৷

ওদিকে, নিহত সেনাদের পরিচয় জানানো নিয়ে নীরব থাকার নীতি এখনও চিন সরকার চালিয়ে যাচ্ছে৷ এই মুখ বন্ধ করে থাকাটা সেদেশের মানুষ ভাল ভাবে নিচ্ছেন না৷

সোশ্যাল মিডিয়ায় চিনা সেনাকর্মীদের পরিবারের সদস্যরা শি জিনপিং-এর সরকারের সমালোচনায় দারুনভাবে সরব হয়েছেন৷ তাঁদের দাবি, সরকার এখনই গালওয়ান সংঘর্ষে নিহত চিনা সৈনিকদের নাম প্রকাশ করা হোক৷ নিজেদের পরিবারের সদস্যদের অবস্থা নিয়ে সেনা কর্মীদের পরিবারগুলিও উৎকণ্ঠায় রয়েছেন৷

গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল৷ কিন্তু চিনের কতজন সেনার মৃত্যু হয়, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আনেনি চিন৷ তারা যুক্তি দেখায়, উত্তেজনা প্রশমনের স্বার্থেই তারা এই তথ্য সামনে আনছে না৷ যদিও তাদের কয়েকজন কম্যান্ডারের মৃত্যু হয়েছিল বলে স্বীকার করে বেজিং৷ চিন সরকারের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস-এর সম্পাদকও ট্যুইটারে স্বীকার করেন যে সংঘর্ষে চিনেরও বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছিলেন৷ এবার চিন সরকার দেশের মধ্যেই চাপে পড়েছে৷

spot_img

Related articles

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...

হিংসা নয়-শান্তি চাই, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি নয়: বার্তা মুখ্যমন্ত্রীর

হিংসা নয়, শান্তি চাই- মুর্শিদাবাদের (Murshidabad) হিংসার বিরোধিতায় স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। সোমবারের পরে মঙ্গলবারও...