টেলিমেডিসিনকে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেছেন,” যাঁরা এখন হাসপাতাল যেতে পারছেন না, চেম্বারে ডাক্তার পাচ্ছেন না, তাঁরা ফোনে পরামর্শ নিতে পারবেন। সব জেলার আলাদা ফোন নম্বর থাকবে। ১ জুলাই বেলা বারোটা থেকে শুরু হবে কাজ। পরিকাঠামো পুরো চালু হতে একটু সময় লাগবে। তাই প্রথমেই সবাই ফোন না করে একটু দুএকদিন সময় দিয়ে করুন।”
