দেশজুড়ে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে লাফিয়ে। ঘটছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হলেন আরও ১৮,৬৫৩ জন। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৫০৭ জন রোগীর। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৮৫,৪৯৩ জন। যার মধ্যে প্রাণ হারিয়েছেন মোট ১৭,৪০০ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ২,২০,১১৪ জন সক্রিয় রোগী। তবে ইতিমধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৩,৪৭,৯৭৯ জন।