আজ চন্দ্রগ্রহণ ও গুরুপূর্ণিমা

আজ চন্দ্রগ্রহণ ও অন্যদিকে আজ গুরুপূর্ণিমা ৷ শাস্ত্রমতে, এই দিনটি খুবই শুভ ৷ আজ আরাধ্য দেবতার পায়ে হলুদ রঙে ফুল নিবেদন করুন ৷ এতে বাধা বিপত্তি কাটবে আজকে যেহেতু গ্রহণ ও গুরু পূর্ণিমা একই দিনে ৷ তাই আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারেই মনোনিবেশ করুন ৷ প্রয়োজন খিচুড়ি খেতে পারেন৷
বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু আজকের এই গ্রহণ, উপচ্ছায়া গ্রহণ ৷ সেহেতু এদিন দীক্ষা নেওয়া যেতে পারে ৷আজকের দিনটাকে দান-জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে ভরিয়ে তুলুন ৷ দুঃস্থকে সাহায্য করুন ৷ কেউ যদি আপনার কোনও কাজে সাহায্য চায়, এগিয়ে যান ৷ শুধু তাই নয়, গোটা দিনটিকে কাজে লাগান জ্ঞান অর্জনে ৷ বই পড়ুন, শাস্ত্র চর্চা করুন ৷

Previous articleক্যানিং স্ট্রিটে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, ছড়াচ্ছে বিল্ডিংয়ে
Next articleত্রাণের টাকার তছরূপ, নন্দীগ্রামে ২০০ নেতা, কর্মী, জনপ্রতিনিধিকে শোকজ