Friday, May 16, 2025

সৌরভের রাজনীতিতে আসা নিয়ে ডোনার বিস্ফোরণ, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

Date:

Share post:

সৌরভ যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে আশা করছি, হি উইল ফিনিশ দ্য টপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে এই মন্তব্য করে জল্পনা উসকে দিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলী। এমনিতেই রাজনৈতিক মহলের খবর ছিল, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সৌরভকে দলের মুখ করতে পারে। ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ সেই খবর এক্সক্লুসিভ প্রকাশিত হয়েছিল। দেশের কোনও মিডিয়ায় সেই প্রথম খবর। সেই খবরের ভিত্তিকে আরও জোরদার করলেন সৌরভের নৃত্যশিল্পী স্ত্রী। যদিও এ কথা বলার সঙ্গে সঙ্গে ডোনা জানাতে ভোলেননি, এমন সিদ্ধান্ত সৌরভ নিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু ও যে পিচেই খেলুক না কেন, সেই পিচেই সেরা হয়।

সৌরভ মানেই কঠিন পিচে শুরু। তারপর সেখানেই রাজত্ব এবং মহারাজ। ১৯৯২তে বাদ পড়ার পর ১৯৯৬তে কামব্যাক। ২০০০ সালে ম্যাচ ফিক্সংয়ের আবহাওয়ায় দলের অধিনায়কত্ব। ছাড়লেন যখন টানা ৫ বছরের বেশি কোনও ভারতীয় ক্রিকেটারের অধিনায়ক থাকা সেই প্রথম। আর অসাধারণ সব সাফল্য আর টিম ইন্ডিয়া তৈরি। তারপর দল থেকে বাদ পড়া। ফিরলেন। রাজার মতো। অবসরও রাজার মতো। তারপর রিয়েলিটি শোতে হাত দেওয়া। যখন শুরু করেন, তখন খামতি চোখে পড়ত সকলের। আর এই এক বছর আগেও তাঁর এপিসোড দেখতে খোকা-বুড়ো টিভির সামনে। ২০১৬তে সিএবি প্রেসিডেন্ট। ইডেন দেখল প্রশাসক। যার প্যারালাল কেউ নেই। তুলনা একমাত্র জগমোহন ডালমিয়ার সঙ্গে। ২০১৯-এ একেবারে বোর্ড প্রেসিডেন্ট। কেউ কেউ বলছেন আইসিসি প্রেসিডেন্ট হোন। সৌরভ হ্যাঁ-না কিছু বলার আগেই সমর্থন করার বার্তা আসতে চলেছে। আর রাজনীতি? স্ত্রী ডোনা সরাসরি স্বীকার করেননি। ঘুরিয়ে বলছেন, তবে ও যদি রাজনীতিতে আসে তাহলে শীর্ষে থাকার জন্যই করবে। খেলা বা অন্য কাজের মতো এখানেও ও শীর্ষে থাকবে। অর্থাৎ রাজনীতিতে আসার সম্ভাবনা যে খোলা রাখছেন সৌরভ, তা ডোনার কথাতেই স্পষ্ট। বিজেপির একটি সূত্র থেকে খবর ছিল, বাংলার মহারাজকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করেই বিজেপি নামতে চাইছে লড়াইতে। একেবারে শীর্ষ মহল সেইরকমই চাইছে। দেখার বিষয় রাজনীতির পিচে ‘দাদা’ কবে ব্যাট করতে নামেন। কারণ, এ প্রশ্নের উত্তর সৌরভ এখনও ‘ডাক’ করেই চলেছেন।

spot_img

Related articles

গম্ভীরের ইচ্ছাতেই টেস্ট অধিনায়ক হওয়ার পথে শুভমন গিল!

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। হিটম্যান অবসর নেওয়ার পর থেকে এই নিয়েই চর্চা...

ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুক্রবার রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর বৃত্তিমূলক(Vocational) পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল...

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৬ মে শুক্রবার ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট       ৯২১০ ₹   ৯২১০০ ₹খুচরো পাকা...