সুকন্যা সমৃদ্ধি যোজনায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে বয়সসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, যে সব কন্যা সন্তানরা ২৫ শে মার্চ থেকে ৩০ জুনের মধ্যে ১০ বছর সম্পূর্ণ করেছে তারা ৩১ জুলাইয়ের মধ্যে নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারবে।

গত ২৪ মার্চ দেশজুড়ে শুরু হয় লকডাউন। এই সময়ের মধ্যে যারা ১০ বছর সম্পূর্ণ করেছে তাদের জন্য এই সিদ্ধান্ত সরকারের। এর আগে ১০ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত যোজনার অন্তর্ভুক্ত হত। বর্তমানে এই যোজনায় সুদ প্রতি বছর ৭.৬ শতাংশ। এই প্রকল্পে, সুদের হার অ্যাকাউন্ট খোলার সময় থেকে শেষ পর্যন্ত একই থাকে। ন্যূনতম ২৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক ২ কন্যা সন্তানের জন্য একজন বাবা এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারেন।
