করোনাভাইরাস টেস্টিং-এর ক্ষেত্রে RT-PCR মেশিন অন্যতম গুরুত্বপূর্ণ। মূলত এই মেশিনের মাধ্যমে লালারসে করোনা ভাইরাসের উপস্থিতি চিহ্নিত করা যায়। বর্তমানে রাজ্যের যে মেডিকেল কলেজ ও ল্যাব গুলিতে করোনাভাইরাসের টেস্টিং-এর অনুমোদন রয়েছে সেই জায়গাগুলোতে এই মেশিনের প্রয়োজনিয়তাও রয়েছে। ইতিমধ্যেই এই মেশিনের সংখ্যা বাড়ানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে।
এবার ইউরোপ থেকে মেশিন আনছে বাংলা।
জানা গিয়েছে, Cobas 6800 যন্ত্রটি সম্পূর্ণ অটোমেটিক সুইজারল্যান্ডের একটি সংস্থা এই মেশিন সরবরাহ করবে। এর সাহায্যে প্রত্যেকদিন ১ লক্ষ করোনা টেস্ট করা সম্ভব হবে ।
জানা গিয়েছে, অগস্টে এই মেশিন চলে আসবে । এই ধরনের মোট ৬৮০০ টেস্টিং মেশিন কিনছে রাজ্য সরকার।
ইতিমধ্যে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নতুন মেশিন ব্যবহার করার জন্য টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের বেশ কয়েকজন টেকনিশিয়ানের এই প্রশিক্ষণ রয়েছে । তারাই অন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন ।
এখন রাজ্যে গড়ে প্রতিদিন ১০ হাজারের কিছু বেশি করোনা টেস্ট হচ্ছে।
