হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে বিজেপি নেতারা যখন সিবিআই দাবি করছেন, তখন মুকুল রায় বলেছেন,” ওভাবে সিবিআই হয় না। হয় রাজ্যকে দিতে হবে। নাহলে কোর্ট থেকে করাতে হবে। আমি যথাযথ নিরপেক্ষ তদন্ত চাইছি।” সাংবাদিক বৈঠক করে মুকুল বলেন,” আমি তৃণমূল, সিপিএম বা কংগ্রেসকে দোষ দিতে পারি। কিন্তু সেসব করছি না। আমি যথাযথ তদন্ত চাই।” মুকুল বলেন, এভাবে বিধায়কের মৃত্যু গণতন্ত্রের পক্ষে অশুভ। যদি খুন হয়ে থাকেন, দোষীদের চিহ্নিত করে শাস্তি চাই। নির্বিবাদী ভালো মানুষ ছিলেন দেবেনবাবু।”
