Thursday, January 15, 2026

খুব সম্ভবত আত্মহত্যাই করেছেন দেবেন্দ্রনাথ: আলাপন

Date:

Share post:

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় খুব সম্ভবত আত্মহত্যাই করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট দেখে রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবার নবান্নে একথা জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে তিনি ময়নাতদন্তের রিপোর্টটি পড়েন এবং জানান, গলার ফাঁসের কারণেই মারা গিয়েছেন দেবেন্দ্রনাথ। বিধায়কের গলায় ফাঁসের দাগ একটানা নয়। এমন দাগ আত্মহত্যার ইঙ্গিত দেয়।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, বিধায়কের দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই।
মৃত বিধায়কের পকেট থেকে একটি নোট পাওয়া গিয়েছে বলে জানান আলাপন। তিনি বলেন, সেই চিরকুটে দুজন ব্যক্তির নাম ও মোবাইল নম্বর রয়েছে। সেটা দেখে তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্থানীয় একটি মোবাইল ফোনের দোকানের সামনে টিনের শেডের নীচে বাঁশের ফ্রেম থেকে বিধায়কের দেহটি ঝুলছিল। সেই দোকানে প্রায়ই তিনি স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে যেতেন।
স্বরাষ্ট্রসচিব জানান, দেহের গলায় ছাড়াও হাতে চাপের চিহ্ন রয়েছে। দেবেন্দ্রনাথ রায়ের দেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর একটি হাত ওই দড়ির সঙ্গেই বাঁধা ছিল। গলায় ছাড়া সেই চিহ্নটাই শুধু দেহে পাওয়া গিয়েছে।
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এলাকায় স্মল ব্যাঙ্কিং বা প্যারালাল ব্যাঙ্কিং-এর কারবারের সঙ্গে এই বিজেপি বিধায়ক যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, যেহেতু এই ঘটনা জনমানসে একটি আতঙ্কের সৃষ্টি করেছে, সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সব রকম গুরুত্ব দিয়ে, যতদূর সম্ভব তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনতে হবে।

spot_img

Related articles

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...