উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ও রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি দলীয় বিধায়কের এই মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করেছে।

এবার বিজেপির পাশে দাঁড়িয়ে এই ঘটনার সঠিক তদন্তের দাবি তুললো কংগ্রেস। শুধু তাই নয়, পথে নেমে মিছিলও করলো তারা।

আজ, মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে রায়গঞ্জ এক প্রতিবাদ মিছিল হয়। মিছিল থেকে হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে।

কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত বলেন, “হেমতাবাদের বিধায়কের মৃত্যুকে কেউ বলছেন হত্যা। কেউ বলছেন আত্মহত্যা। আমরা চাই এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক। যদি আত্মহত্যা বলেই ধরে নেওয়া হয়, তাহলে তদন্তে জানতে হবে কী কারণে বা কার প্ররোচনায় এই আত্মহত্যা।”

রাজ্য সরকার এই মৃত্যুর তদন্তভার সিআইডি-কে দিয়েছে। অন্যদিকে, বিজেপি চাইছে সিবিআই হোক। এ প্রসঙ্গে মোহিতবাবু বলেন, “জেলা পুলিশের শীর্ষ আধিকারিক পুলিশ সুপারকে দিয়ে এই তদন্ত হোক। ওনার উপর আমাদের আস্থা আছে”।
