মাধ্যমিকের মেধা তালিকায় তিনটি স্থান অধিকার করল কোচবিহার জেলার ছাত্রছাত্রীরা। সপ্তম স্থানে রয়েছেন কোচবিহার মনীন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র করণ দত্ত, দিনহাটা গোপালনগর এম এস এস হাই স্কুলের ছাত্র ঋতম বর্মন এবং দশম স্থানে ইন্দিরা দেবী গার্লস হাইস্কুলের ছাত্রী সম্প্রীতি রায়।
এই তিন কৃতিই জানান, ভবিষ্যতে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পড়বেন তাঁরা। লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকলেও, অনলাইনে লেখাপড়া শুরু করে দিয়েছেন তাঁরা।
ফল প্রকাশের পরে তাঁদের বাড়িতে গিয়ে ফুল, মিষ্টি দিয়ে অভিনন্দন জানান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়।
