Saturday, May 17, 2025

সিবিএসই দশম এবং দ্বাদশে দারুণ ফল টেকনোর

Date:

Share post:

সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষায় জয়জয়কার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের রাজ্যের সব জেলার টিআইজিপিএস-এর ছাত্র-ছাত্রীরা বোর্ডের পরীক্ষায় দারুণ ফল করেছে। ৯৯ শতাংশ পেয়ে সিবিএসইর দশমে বোলপুরে প্রথম হয়েছেন শুভম বিশ্বাস। তাঁর সাফল্যের সবটুকু কৃতিত্বই তিনি দিয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলকে। তাঁর কথায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ভবিষ্যতের জন্য যোগ্য ভিত তৈরি করে দিয়েছেন তাঁরা। যার ফলে এই নম্বর বলে জানিয়েছেন শুভম।

এই স্কুলেই একাদশ শ্রেণীতে ইতিমধ্যে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছেন তিনি। ভবিষ্যতে গবেষক হওয়ার ইচ্ছে আছে শুভমের। তাঁর সমান শতাংশ নম্বর পেয়েছেন হুগলির টিআইজিপিএস-এর ছাত্র অভিরূপ দেব।
এছাড়াও সিঞ্জন দাস, অনির্বাণ মাইতি, ধ্রুব সিনহা, অয়ন্তিকা রক্ষিত, স্পন্দন দাসও টেকনো ইন্ডিয়া বিভিন্ন জেলার স্কুল থেকে ৯৬ শতাংশের উপরে নম্বর পেয়েছেন সিবিএসই দশমে।
দশমের মতই সিবিএসই দ্বাদশের পরীক্ষায় চুঁচুড়া টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কলা বিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন শুভশ্রী রক্ষিত।‌ভদ্রেশ্বরে বাড়ি শুভশ্রীর। বরাবরই স্কুলে ভাল ছাত্রী বলে পরিচিত শুভশ্রী। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা, নাচ ভালবাসেন তিনি। আপাতত ইংরেজিতে অনার্স নিয়ে পড়ে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছে রয়েছে শুভশ্রীর।
তাঁর ৯৯.২ শতাংশ নম্বর পাওয়ার পিছনে মা-বাবার পাশাপাশি টেকনো ইন্ডিয়ার শিক্ষক-শিক্ষিকাদের গাইডেন্স অনস্বীকার্য বলে জানান শুভশ্রী। প্রত্যেকদিন আট থেকে দশ ঘণ্টা পড়তেন। বিজ্ঞান অথবা বাণিজ্যর থেকে সাহিত্যই তাঁর বেশি পছন্দ।

তবে, শুধু শুভম বা শুভশ্রী নন টেকনো ইন্ডিয়া গ্রুপের রাজ্যের সবকটি স্কুলেরই সিবিএসইর দশম এবং দ্বাদশের ফল অত্যন্ত ভালো। বেশিরভাগ ছাত্রছাত্রীই ৯০% উপরে নম্বর পেয়েছেন। আর নিজেদের সাফল্যের কথা বলতে গিয়ে সবাই বলছেন, যেভাবে টিআইজিপিএস তাঁদের পাশে দাঁড়িয়ে শিক্ষার ভিত গড়ে দিয়েছে তার জন্যই এই সাফল্য এসেছে।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...