মহামারীর কারণে ট্রেন বন্ধ প্রায় মাস তিনেক। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই রেল মন্ত্রক ভোল পাল্টে দিচ্ছে শিয়ালদহ স্টেশনের। হঠাৎ স্টেশনে ঢুকলে এখন চেনার উপায় নেই অতি কর্মব্যস্ত ‘এক সময়ের’ স্টেশনটিকে।

প্রথমেই বলতে হয় ঝাঁ-চকচকে হয়ে গিয়েছে স্টেশন। ঢোকার মুখেই শিল্পকর্ম আর ম্যুরাল। করোগেটেড সিলিং এর বদলে লেগেছে কাঠ। সঙ্গে এলইডি লাইট এবং আশপাশের সৌন্দর্য। নতুন কী কী হলো শিয়ালদহ স্টেশনে?

১. স্টেশনের ভিতর দোতলা ফ্যামিলি শপিং কমপ্লেক্স

২. শপিং কমপ্লেক্স এর মধ্যে প্রায় ২০টি দোকান

৩. কমপ্লেক্সে যাওয়ার জন্য থাকছে এসক্যালেটর

৪. ফ্লাইওভারের দিক থেকে স্টেশনে ঢোকার রাস্তা পুরোপুরি সাফাই হয়েছে
৫. শিয়ালদহে এখন দেখা যাবে না নেশাড়ুদের ভিড়, তার বদলে তৈরি হয়েছে দোকান

৬. দোকান থেকে কেনাকাটা সেরে স্টেশনে ঢোকার রাস্তা তৈরি করা হয়েছে
