Tuesday, December 23, 2025

দেউলিয়া হয়ে সপরিবারে আত্মহত্যার পরিকল্পনা, প্রশাসনের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল

Date:

Share post:

লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়েছে ব্যবসা। এদিকে বাড়ি বন্ধক রাখার পর সেই টাকা শোধ করতে পারেননি তাঁরা। ফলে ব্যাঙ্ক থেকে লোক এসে যেকোনও সময় উচ্ছেদ করতে পারে। এই আশঙ্কা থেকে সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় হাওড়া ডোমজুড় এলাকার এক ট্রাভেল ব্যবসায়ী। শেষ পর্যন্ত প্রশাসন হস্তক্ষেপ করে।

ওই ট্রাভেল ব্যবসায়ীর নাম শৈবাল দত্ত। লকডাউনের জেরে পরিবারের তিনজনের চিকিৎসার খরচ তো দূর দুবেলা দুমুঠো জুটছিল না। স্ত্রী ছাড়াও বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা ও মা। তাঁর বাবা হৃদরোগী। মা কিডনির অসুখে ভুগছেন। পনেরো বছরের ছেলে মানসিক ভারসাম্যহীন। এছাড়াও রয়েছে আট বছরের এক মেয়ে। এই অবস্থায় আত্মহত্যা একমাত্র পথ বলে মনে করেন শৈবাল দত্ত। এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে প্রশাসন। সোমবার তাঁকে ডেকে পাঠিয়ে ছেলের চিকিৎসার জন্য টাকা মঞ্জুর করলেন বিডিও।

পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়েন ওই ব্যবসায়ী। নিজেদের বাড়ি ব্যাংকে বন্ধক রেখে ৫ লক্ষ টাকা ঋণ নেন তিনি। কিন্তু সেই টাকা শোধ করতে পারেননি। ফলে চাপ দিচ্ছে ব্যাংক। তাঁর অভিযোগ সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়ককে চিঠি লিখেছেন। কিন্তু কোনও সাহায্য মেলেনি। ডোমজুড়ের বিডিওর কাছেও সাহায্যের জন্য আবেদন করেন।

বিডিও রাজা ভৌমিক তাঁর পরিস্থিতির কথা শুনে জানান ওই পরিবারের পাশে প্রশাসন রয়েছে। এদিন শৈবাল দত্তের কাছে বিডিও জানতে চান কোন ব্যাঙ্কের কোন শাখায় কত টাকা ঋণ আছে। মা ও বাবার চিকিৎসার জন্য মাসে কত খরচ হয়। একই সঙ্গে ছেলের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করে দেন। খাবারের যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকেও নজর দেওয়া হচ্ছে।

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...