Tuesday, November 11, 2025

অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ, দাবি, প্রথম পর্যায়ে সাফল্য মিলেছে

Date:

Share post:

অক্সফোর্ডের অতিমারির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান-
ট্রায়াল সফল বলে দাবি করা হয়েছে৷ সংবাদমাধ্যম বিবিসি-র খবর অনুযায়ী, খুব বাড়াবাড়ি বা বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া ভ্যাকসিনটিতে হয়নি৷ যাঁদের উপর ট্রায়াল হয়েছিল, তাঁদের মধ্যে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁদের শুধুই জ্বর ও মাথাব্যথা হয়েছে৷
তবে গবেষকরা বলছেন, এই জ্বর, মাথাব্যথা প্যারাসিটামলে সেরে যাবে৷
হিউম্যান-ট্রায়ালের সামগ্রিক পর্যবেক্ষণ বলছে, এই ভ্যাকসিন নিরাপদ ও রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সক্ষম৷৷ এই ট্রায়ালে মোট ১,০৭৭ জনের উপর এই ভ্যাকসিন, ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়৷ দেখা গিয়েছে, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ভ্যাকসিনটি অ্যান্টিবডি ও হোয়াইট ব্লাড সেল তৈরি করতে সক্ষম৷ ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রায় ১০ কোটি ডোজ বরাত দিয়েছে ব্রিটিশ সরকার৷

ভ্যাকসিনটির মেডিক্যাল নাম- ChAdOx1 nCoV-19৷ অতিমারি-ভাইরাসের থাবা থেকে মানুষকে বাঁচাতে ভ্যাকসিনটি তৈরি করেন অক্সফোর্ডের গবেষকরা৷ সারা গিলবার্টের নেতৃত্বে অক্সফোর্ডের গবেষকদের দাবি, তাঁদের তৈরি এই ভ্যাকসিন ‘T-Cell’ তৈরিতেও সক্ষম। ফাইজারের মতো বিশ্বের বহু সংস্থা ভ্যাকসিন আবিষ্কারের কাজ চালাচ্ছে। তাদের কারও প্রথম বা দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। কিন্তু অক্সফোর্ডের মতো অন্য কেউই এখনও পর্যন্ত দাবি করতে পারেনি যে, তাদের ভ্যাকসিনে অ্যান্টিবডির সঙ্গে ‘টি-সেল’ তৈরি হচ্ছে।
সারা গিলবার্টের কথায়, ‘আমাদের তৈরি ভ্যাকসিনে অতিমারি নিয়ন্ত্রণে চলে আসবে, এটা নিশ্চিত করে বলার সময় এখনও আসেনি৷ এখনও অনেক কাজ বাকি৷ তবে প্রাথমিক রেজাল্ট আমাদের আশা জাগাচ্ছে৷’

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...