প্রতিশ্রুতিভঙ্গের চিরাচরিত স্বভাব বজায় রাখল চিন। দুদেশের বৈঠকে সিদ্ধান্ত হলেও এখনও গালওয়ান, হটস্প্রিং আর ফিঙ্গার রিজিয়নের শিবির ছেড়ে পিছনোর কোনও লক্ষণ নেই চিনা লাল ফৌজের। প্রতিশ্রুতি দিলেও এলএসি বরাবর ফৌজ সরানোর গতি মন্থর করেছে চিন। সেখানে এখনও ৪০ হাজার চিনা সেনা ঘাঁটি গেড়ে অাছে। একাধিক পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের পরেও পূর্ব লাদাখে সীমান্ত বরাবর সরতে এখনও রাজি নয় বেজিং। গত ১৫ জুন দুই দেশের বাহিনীর সংঘাতে গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। জানা গিয়েছে, গোগরার ডেপসাং এলাকা ও প্যাংগং লেকের ফিঙ্গার প্রিন্ট এলাকায় এখনও ঘাঁটি গেড়ে আছে লাল ফৌজ। অথচ দুই দেশের বাহিনীর মধ্যে সমঝোতা হয়েছিল যে ওই এলাকা খালি করে পিছনে সরবে দুই পক্ষই। কিন্তু সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরও সেই সমঝোতা মানতে নারাজ চিন। গালওয়ান, হটস্প্রিং আর ফিঙ্গার রিজিয়নের শিবির ছেড়ে পিছনোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না লাল ফৌজের। উল্টে এই এলাকা থেকে ভারতীয় বাহিনীর উপর নজরদারি করতে পাকা ওয়াচ টাওয়ার বানাচ্ছে চিন।
