মাঝে দু’দিন কিছুটা “ধীরে চলো” নীতি নেওয়ার পর ফের স্বমহিমায় মারণ ভাইরাস। ফের একদিনে সর্বোচ্চ আক্রান্তর রেকর্ড গড়লো কোভিড-১৯। এবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪৫ হাজার ৭২০ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলল। যা এ পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক।

পাশাপাশি, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১১২৯ জন রোগীর। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট সংক্রমণ ১২ লক্ষের গণ্ডি টপকাল। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জন রোগীর। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ১৬৭ জন সক্রিয় করোনা রোগী। অন্যদিকে, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৬ জন করোনাজয়ী।
