দলবদলের অডিও টেপের সত্যতা যাচাই হবে আমেরিকায়, জানালেন গেহলট

রাজস্থানের কংগ্রেস বিধায়কদের অর্থের বিনিময়ে দলবদলের জন্য কথোপকথনের যে অডিও টেপ পাওয়া গিয়েছে তার অথেনটিসিটি টেস্ট বা সত্যতা যাচাই করতে পাঠানো হবে আমেরিকায়। জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দেশের বাইরে নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে প্রামাণ্য যাচাইয়ের স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন গেহলট। এই অডিও টেপেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও রাজস্থানের বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে রাজস্থানে শচিন পাইলট ঘনিষ্ঠ দুই কংগ্রেস বিধায়ক ভাওয়ারিলাল শর্মা ও বিশ্বেন্দ্র সিং-এর মধ্যে দলবদল নিয়ে কথা হয় বলে খবর। এরপরই এই তিনজনের বিরুদ্ধে এফআইআর করে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তবে শুরু থেকেই কেন্দ্রীয় মন্ত্রী সহ অভিযুক্ত তিন নেতা দাবি করেছেন, অডিও টেপের কণ্ঠস্বর তাঁদের নয়। এরপরই তাৎপর্যপূর্ণভাবে আমেরিকার সংস্থাকে দিয়ে টেপের সত্যতা যাচাইয়ের ঘোষণা করলেন গেহলট। মুখ্যমন্ত্রীর কথায়, ওরা যেমন রাজ্যের পুলিশকে বিশ্বাস করে না, তেমনি আমাদেরও সিবিআইয়ের উপর ভরসা নেই। তাই এই সিদ্ধান্ত।

এর পাশাপাশি গেহলট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন, মহামারির পরিস্থিতিতে রাজস্থানে রাজনৈতিক অস্থিরতা তৈরির যে চেষ্টা তাঁর মন্ত্রিসভার সদস্য করছেন তা কি তিনি জানেন? গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত কি প্রধানমন্ত্রী সমর্থন করেন?