কোভিডে আক্রান্ত এবার জেলার পুলিশ সুপার। আসানসোল-দুর্গাপুরের পুলিশ সুপার সুকেশ জৈন করোনায় আক্রান্ত। সম্ভবত এই প্রথম রাজ্যের কোনও পুলিশ সুপার করোনায় আক্রান্ত হলেন। ফলে পুলিশি মহলেও অনেককে কোয়ারেন্টাইনে যেতে হবে।

গত সোমবার অসুস্থ বোধ করায় সুকেশ জৈন অফিস যাওয়া বন্ধ করেন। ইস্কোর গেস্ট হাউস থেকেই কাজ করছিলেন। বৃহস্পতিবার তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। রাতেই টেস্ট পজিটিভ আসে। অনুমান করা হচ্ছে ডুবুরি চেকপোস্টে টানা কাজ করে যাওয়ার কারণেই সম্ভবত তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ওই চেকপোস্ট দিয়েই ভিন রাজ্যের শ্রমিকরা রাজ্যে ফিরেছিলেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে ১৪জন পুলিশ কর্মী কোভিডে আক্রান্ত হন, যাদের সকলেই রানীগঞ্জের। সম্প্রতি স্বাস্থ্য আধিকারিকের দফতরেও একজন করোনা পজিটিভ হয়েছেন। এই মুহূর্তে আসানসোলে আক্রান্তের সংখ্যা ৫৪৭, সুস্থ হয়েছেন ২৭৩, মৃত ৮।
